সৌদি আরবের শ্রম মন্ত্রনালয় থেকে গ্রীষ্মের কড়া রোদে শ্রমিকদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক আদেশের মাধ্যমে ১৫ জুন থেকে পরবর্তী ৯৩ দিন পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সময়ে খোলা স্হানে রোদের মধ্যে কাজ করা নিষিদ্ধ করেছে।
মন্ত্রণালয়ের মূখপাত্র খালিদ আবা আলখাইল, শ্রমিক নিয়োগকারীদের এ আদেশ মেনে চলার আহবান জানান।
তিনি আরো বলেন, মন্ত্রনালয়ের পক্ষ থেকে কাজের পরিবেশ নিরাপদ ও সুন্দর করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। যে সব এলাকায় নিম্ন তাপমাত্রা বিদ্যমান সে এলাকাগুলো এ আদেশের আওতামুক্ত থাকবে।
এ নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৩ হাজার রিয়াল থেকে ১০ হাজার রিয়াল জরিমানাসহ ৩০ দিনের জন্য প্রতিষ্ঠানের কার্য্ক্রম বন্ধ রাখার বিধান রেয়েছে । ইতিপূর্বে ৩ হাজার ৯শত ৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে একই আইনে জরিমানা করা হয়েছিল ।
সাগর চৌধুরী, সেীদি আরব
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
ডিএইচ