সৌদিতে সমকামীদের চাঞ্চল্যকর ঘটনায় ডাক্তার আটক

নিজের ঘরে সমকামীদের রেইনেবো ‘প্রাইড ফ্ল্যাগ’ উড়ানোর অভিযোগে সৌদি আরবে একজন ডাক্তারকে আটক করেছে দেশটির আইন শৃংখলা বাহিনী। খবর ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের।

আটক হওয়া ব্যক্তি দাবী করেন, তিনি এই পতাকার অর্থ জানতেন না। তাই তিনি বাড়িতে রেখে দিয়েছিলেন এটাকে।

আটক ব্যক্তি দাবি, তিনি অনলাইন থেকে পতাকাটি কিনেছিলেন। কারণ তার একটি শিশুর রংগুলোকে সুন্দর লেগেছিল। তার কোনো ধারণাই ছিলনা এই প্রতীকের অর্থ সম্পর্কে।

জেদ্দাতে নিজ বাড়িতে তিন মিটার একটি খুঁটিতে পতাকাটি উড়তে দেখা গেলে সৌদির ধর্মীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে গণমাধ্যমে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, পতাকা নামাতে রাজি হলে ও তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সৌদি আরবে শরিয়াহ আইন অনুযায়ী সমকামীতা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

সেপ্টেম্বরে জাতিসংঘের সমকামী অধিকার রক্ষার বিষয়টিকে বাদ দিতে দাবি জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর। কারণ ইসলামী শরিয়াহ আইনে সমকামীতা নিষিদ্ধ।

||আপডেট: ০৪:১২  অপরাহ্ন, ২৮ মার্চ ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share