আব্দুল্লাহ আল মামুন, বনশ্রী, ঢাকা
প্রশ্ন: গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি?
উত্তর: সহবাসের পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের পূর্বে গোসল করে নেওয়া উত্তম। তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুভাবেই বর্ণিত আছে। তাই গোসল ফরজ অবস্থায় সেহরি খেতে পারবে।
তথ্যসূত্র: মুসলিম শরিফ, হাদিস নং-২৫৯২, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪২৮।
আব্দুর রহমান, সিঙ্গাপুর
প্রশ্ন: রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে, রোজা কি ভেঙ্গে যাবে?
উত্তর: স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না।
তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-২৮৬,ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৩৬৬।
উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী
খতিব,পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা