বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনদিনের প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে।
৪ অক্টোবর, রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ৮০জন জেলের হাতে এই সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মো: শওকত আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল,প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
প্রতিবেদক:শিমুল হাছান,৪ অক্টোবর ২০২০