গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।
১৮ মে মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার সামনের চরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ঋতু, প্রীতি ও তাদের মামাতো বোন অনামিকা।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ঋতু, প্রীতি সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসেন। সকাল ১০টার দিকে মামাতো বোন অনামিকার সঙ্গে যমুনা নদীতে ঘুরতে যান তারা। নদীর ধারে সেলফি তুলতে পা পিছলে এক বোন নদীতে ডুবে যেতে থাকলে অপর দুই বোন তাকে বাঁচাতে যায়।
এ সময় নদীতে ডুবে তিন বোনেরই মৃত্যু হয়। গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা কক্ষ,১৮ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur