চাঁদপুর স্টেডিয়ামে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। আজ থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্টের সেমি-ফাইনালের খেলাগুলো।
সেমি-ফাইনালে উঠেছে চাঁদপুরের ৬ উপজেলাসহ চাঁদপুর পৌরসভা ফুটবল দল। আজকের বালক ও বালিকাদের খেলায় যারা জয়ী হবে তারা এ টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাবে।
সেমি-ফাইনালে ৬ উপজেলার ৬টি দল আজ খেলবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থপানায় এ টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। কাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠা দলগুলো হলো: চাঁদপুর সদর উপজেলা, হাজীগঞ্জ, কচুয়া, হাইমচর, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলা এবং চাঁদপুর পৌরসভা। এ টুর্নামেন্টে চাঁদপুর পৌরসভার বালক ও বালিকা দুটিতেই সেমি-ফাইনালে উঠেছে। আজকের প্রথম ম্যাচে বালিকাতে অংশ নেবে চাঁদপুর পৌরসভা ও হাইমচর উপজেলা,সকাল সাড়ে ১০টায় বালক বিভাগে খেলবে চাঁদপুর পৌরসভা ও হাজীগঞ্জ উপজেলা। দুপুর ২টায় বালিকা বিভাগে খেলবে চাঁদপুর সদর ও কচুয়া উপজেলা এবং শেষ ম্যাচে খেলতে নামবে বালক বিভাগে মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।
প্রসঙ্গত, ১ জুন থেকে জেলা পর্যায়ে ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভার বালক ও বালিকা দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে যারা জয়ী হবে তারাই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
করেসপন্ডেন্ট , ৩ জুন ২০২১