আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব রঙিন খোয়াব উবে গেছে। আপনাদের সারাজীবন খোয়াবই দেখে যেতে হবে, আন্দোলন আর হবে না।
আজ সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন আর আন্দোলন করে কোনো লাভ হবে না। মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচনের প্রস্তুতি নিন। সেমিফাইনাল খেলা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনেও জাতীয় পার্টির সঙ্গে জোট হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। নির্বাচনের আগে এসব নিয়ে আলাপ হবে। তারপর কার সঙ্গে জোট করা যাবে, তা ঠিক করব।
এরশাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কতটা আসন চান আমরা সেটা জানি। তাছাড়া আমাদের কাছে তালিকা আছে। এটা তো পত্রিকায় দেওয়ার দরকার নেই।
কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুনলাম কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া চারজনের একজন ছাত্রশিবির করেন। যদি এমন হয় তবে যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হবে।