একটু সময় লাগলেও চোটটা কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসান। কদিন আগে মিরপুরে পুরোদমে অনুশীলনও শুরু করেছেন। সাকিবকে অবশেষে পাচ্ছে বাংলাদেশ । আজ বিকেলে কলম্বোয় তাঁর পৌঁছানোর কথা। সব ঠিক থাকলে কাল শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ‘সেমিফাইনালে’ দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে।
২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। আশা করেছিলেন, নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু একটু তাড়াহুড়ো করতে গিয়ে বিপত্তিটা আরও বাড়ে। পরে চোট এতই গুরুতর হয় যে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো আসেন। কলম্বো থেকে পরে যান অস্ট্রেলিয়ায়।
নিদাহাস ট্রফির আগে বিসিবির সিদ্ধান্ত ছিল, সাকিব দলের সঙ্গে কলম্বোয় থাকবেন। অন্তত শেষ এক-দুটি ম্যাচ খেলবেন। কিন্তু চোটের অগ্রগতি না হওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়। সাকিবের জায়গায় অধিনায়কত্বের ভার দেওয়া হয় মাহমুদউল্লাহকে।
অবশেষে সুখবর, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। নিদাহাস ট্রফি খেলতে আজ আসছেন কলম্বোয়। দলীয় সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে সাকিব খেলছেন আগামীকালের ‘সেমিফাইনাল’!
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৩০ পি.এম ১৫ মার্চ,২০১৮বৃহস্পতিবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur