চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় ও ফুটবল উপ-কমিটির আয়োজনে ক্লাবকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার বিকেল সাড়ে ৩টায় ক্রিকেট একাডেমীকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ভাই ভাই স্পোর্টিং ক্লাব।
খেলা শুরু হওয়ার আগ থেকে গ্যালারিতে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সমর্থকরা পুরো গ্যালারি জুড়ে খেলা উপভোগ করে। ক্রিকেট একাডেমী তুলনায় দ্বিগুণ দর্শকে মাতিয়ে তুলে ভাই ভাই স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধে থেকেই দু’ দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। প্রথমার্ধের ৪ মিনিট না যেতেই ভাই ভাই স্পোর্টিং ক্লাবের ৯ নাম্বার জার্সিধারী খেলোয়ার সোহাগ পাওয়ার ফুল কিক করে গোল করতে সক্ষম হয়।
প্রথার্ধের খেলার বাকি সময় ক্রিকেট একাডেমী ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে গোল দিতে মরিয়া হয়ে উঠে। কিন্তু রেফারির প্রমার্ধের বাঁশি বেজে উঠে। পরে দ্বিতীয়ার্ধের খেলায় দু’দলেই আক্রমণাত্মক খেলা শুরু করে। শেষ পর্যন্ত খেলার শেষ বাঁশি বেজে উঠলেই বাদকদলের বাদযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করতে দেখা যায় ভাই ভাই স্পোর্টিং ক্লাবের খেলোয়ার নেতৃবৃন্দকে।
মাঠে দু’ দলের কর্মকর্তাবৃন্দের সাখে খেলা উপভোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, ক্রিকেট একাডেমীর সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ উভয় দলের কর্মকর্তারা।
শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৮:০১ পিএম,০২ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর