চাঁদপুর স্টেডিয়াম চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো চট্টগ্রাম জেলা ফুটবল দল।
বুধবার (১২ এপ্রিল) শেষ কোয়াটার ফাইনাল খেলায় নোয়াখালীর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে চট্টগ্রাম জেলা ফুটবল দল ।
আগামী ১৬ এপ্রিল প্রথম সেমিফাইনাল খেলবে চাঁদপুর জেলা দল বনাম বান্দরবান জেলা দল।
কোয়াটার ফাইনলের শেষে ম্যাচে উভয় দলই শক্তিশালি দল নিয়ে মাঠে নামে।
খেলা শুরু থেকে হাড্ডাহাড্ডি আক্রমনে দলের খেলোয়ার খেলতে থাকে। কারন দলকে সেমিফাইনালে নিতে হলে ম্যাচটি জিততে হবে। সেই কথা মাথায় রেখে খেলার প্রথমার্ধ পর্যন্ত তুমুল লড়াই চলতে থাকে কিন্তু চট্টগ্রাম জেলা আক্রমের মাত্রা নোয়াখালীর বক্সে উপর চাপ বাড়িয়ে দেয়। আর খেলার ৪২ মিনিটের মাথায় চট্টগ্রাম জেলার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রনির দারুম কিকে দলকে ১-০গোলে এগিয়ে নিয়ে যায়।
খেলার দ্বিতীয়ার্ধ্বে চট্টগ্রাম জেলা দল সেমিফাইনালে উঠার জন্য দলের খেলোয়াড়রা খুবই ভালো খেলেন। এক পর্যায়ে দ্বিতীয়ার্ধ্বে ৫৮ মিনিটের মাথায় চট্টগ্রাম জেলা দলের ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাকিব ২য় গোলটি করে ২-০ গোলে দলকে জয়ের লক্ষে এগিয়ে নিয়ে যায়। এরপর নোয়াখালী গোল পরিশোদ করার জন্য মরিয়া হয়ে উঠে কিন্তু কোন সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষার্ধ্বে রেফারীর বাঁশি সেমিফাইনালে উঠে মাঠ ত্যাগ করে চট্টগ্রাম জেলা দল।
প্রতিবেদক-শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ২০ পিএম, ১২ এপ্রিল ২০১৭, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur