হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত ফলাফল ঘোষণা করেন সেবা সংঘ সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার।
এতে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাসুম গাজী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খোরশেদ আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোলেমান বেপারী, কার নিকটতম প্রতিদ্বন্ধী শাহিদুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াদ দর্জি, তার নিকটতম প্রার্থী ছিলেন ইসমাইল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন প্রায় ৮ জন প্রার্থী।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীদের কার্যক্রম শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারী বুধবার উক্ত বাজারের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় বিশিষ্ট সমাজসেবক এ বি এম আলাউদ্দিন, নির্বাচন সচিব কাউছার হোসাইন, সমাজ সেবক ও সহকারী নির্বাচন কমিশনার একে এম সানাউল্লাহ মিয়া ও কামরুল হাসান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম, ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মহন চৌধুরীসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur