Home / উপজেলা সংবাদ / কচুয়া / সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
সেনা সদস্য
প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত পরিবহন চাপায় মাজহারুল ইসলাম নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

৩০ জুন বুধবার রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

১ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।

পুলিশ জানায়, মাজহারুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোটরসাইকেলে সিভিলে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেনানিবাসের সিএমএইচএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মাজহারুল ইসলামের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী দেখছে। এছাড়া অজ্ঞাত পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

কচুয়া প্রতিনিধি,৩ জুলাই ২০২১