সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করলো ফরিদগঞ্জ সেনাক্যাম্প
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও প্রতারণার ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফরিদগঞ্জ সেনাক্যাম্প কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান।
তিনি জানান, সম্প্রতি চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় একটি কুচক্রী মহল বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে—এমন অভিযোগ সেনাক্যাম্পের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নীতি ও আদর্শের বাইরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান আরও বলেন, কেউ যদি সেনাবাহিনী, ফরিদগঞ্জ সেনাক্যাম্প অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তা সম্পূর্ণভাবে অপরাধমূলক। এ ধরনের ব্যক্তিকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ জানুয়ারি ২০২৬