মতলব দক্ষিণ

মতলবে এসিল্যান্ড ও সেনাবাহিনীর বাজার মনিটরিং

করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতলব বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। ৩০ মার্চ সোমবার বেলা ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল জাকারিয়া জনের নেতৃত্বে এ মনিটরিং পরিচালনা করা হয়।

এসময় বাজারের প্রত্যেকটি অলি-গলিতে গিয়ে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিঁটানো এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে বৃত্তচিহ্ন এঁকে দেওয়া হয়।

সেনাবাহিনীর বাজার মনিটরিংসেনাবাহিনীর বাজার মনিটরিং

সে সাথে বিক্রেতাদের হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, বাজারে আগত ক্রেতাদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

এসময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দৈনিক বাংলাদেশের আলোর মতলব প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন , মতলব বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিনসহ থানা পুলিশ।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৩০ মার্চ ২০২০

Share