সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই।
আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনা প্রধানের নাম এবং ছবি ব্যবহার করে তৈরি ভুয়া আইডি খুলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া হচ্ছে বা তথ্য উপস্থাপন করা হচ্ছে।
এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সকল তথ্য মিথ্যা হিসেবে গণ্য করতে আইএসপিআরের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করো হয়েছে।
বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur