কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
করোনার ২য় ঢেউ মোকাবিলায় অসহায় ও কর্মহীন সাধারণ মানুষের মাঝে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, লবনসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী।
৯ মে রোববার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলীপুর এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীর এর মেজর সাদীকুর রহমান এবং ক্যাপ্টেন সাদমান সহ অন্যন্য কর্মকর্ত কর্মচারী উপস্থিত ছিলেন।
৩৮ বীর এর মেজর সাদীকুর রহমান বলেন, দেশের সকল ক্রান্তিকালে বাংলাদেশে সেনাবাহিনী এগিয়ে এসেছে। বর্তমানে দেশ একটি বড় ধরনের সমস্যা অতিবাহিত করছে, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো আগামি দিনগুলোতে অসহায় এই মানুষের পাশে থাকবে।
এই কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর উদ্যোগে গত এক সপ্তাহে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল,৯ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur