আজ চাঁদপুরে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আজ চাঁদপুরে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁদপুর স্টেডিয়ামে নেমে সেনাপ্রধান চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় অবস্থিত সদর আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন পরিদর্শন করবেন। পরবর্তীতে তিনি উক্ত ক্যাম্প হতে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে গমন করবেন। এজন্যে চাঁদপুর স্টেডিয়ামে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে।

লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, সিও ২১ বীর ব্যাটালিয়ান, চাঁদপুর সেনাপ্রধানের সংক্ষিপ্ত সফরসূচি সম্পর্কে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসক জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয় চাঁদপুর আসবেন সেই চিঠি পেয়েছি ।

এ ব্যাপারে গতকাল চাঁদপুর সেনা ক্যাম্পের প্রধান লে: কর্ণেল মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্যারের চাঁদপুরের কর্মসূচী পেয়েছি ।সেভাবে ব্যবস্থা গ্রহন করেছি।

নিজস্ব প্রতিবেদক/
২৩ ডিসেম্বর ২০২৫