বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মতলবের কৃতি সন্তান জেনারেল আজিজ আহম্মেদ মতলব উত্তরের দক্ষিণ টরকী গ্রামে আসছেন। তিনি আগামি ১৭ জানুয়ারি রোববার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করবেন।
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদের মতলব উত্তরে শুভাগমনে টরকী গ্রামবাসীর মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই মহতি কাজের জন্য মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক,১৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur