চাঁদপুরে সেনগাঁও উবি’র শিক্ষার্থীদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

চাঁদপুর সদরের ৮ কি.মি পূর্বে সেনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ।

শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠান দেখে অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত হন। অনেক শিক্ষার্থী পদ্মা সেতু স্বচক্ষে দেখার অনুভূতিও প্রকাশ করে।

সেনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আবদুল আজিজ তাঁর বিদ্যালয়ে স্থাপিত ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব’সকাল সাড়ে ১০ টায় শিক্ষার্থীদের জন্যে উম্মুক্ত করতে সংশ্রিষ্ঠ শিক্ষককে নির্দেশ দেন্।

শিক্ষার্থী ও শিক্ষকগণ সকাল দশটায় নিয়মিত সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন করে বেলা সাড়ে দশটায়
মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপভোগ করার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীর সকাল ১০.৫০ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে উপভোগ করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর এ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে শিক্ষার্থী ও শিক্ষকগণ মুগ্দ হন এবং তাঁর প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান ।

এদিকে সেনগাঁও উচ্চ বিদ্যালয়ে একটি‘অত্যাধুনিক শেখ রাসেল কম্পিউটার ল্যাব’স্থাপনে সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য চাঁদপুর সদর-হাইমচর আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি’র প্রতিও শিক্ষক-শিক্ষার্থীগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেননা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এর মাধ্যমে আজকের এ জাতীয় প্রোগ্রামটি সরাসরি উপভোগ করার সুযোগ পেল তারা। সহকারী শিক্ষক মো.আবদুল করীমের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানটি দেখার সুযোগ হয়েছে।

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২
এজি

Share