চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সাড়ে ১০ টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্কুল পরিদর্শক মুহাম্মদ আজিজুল হক ও আইসিটির প্রোগ্রাম অফিসার মো.সেলিম মিঞা স্কুলের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’পরিদর্শন করেন এবং সব শিক্ষকদের সাথে ল্যাব ব্যবহার,সংরক্ষণ,পরিচর্যা ও শিক্ষার্থীদের ল্যাপটপ প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবদুল আজিজ।
জেলা খাদ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফুল হাসান মা ও তাদের সন্তানদের সরকারের খাদ্য নিরাপত্তা বিষয়ে ও খাদ্যোভ্যাস বিষয়ে বক্তব্য প্রদান করেন। এর পর শুরু হয় মা সমাবেশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্র দেন অভিভাবক সদস্য মো.আবাবাস মজুমদার, সহকারী শিক্ষক আবদুল করীম,মো.আহসান উদ্দিন ও মাও.আবদুল হান্নান । উপস্থাপনা করেন সহকারী শিক্ষক আবদুল গনি ।
মা সমাবেশে মায়েদের মধ্যে বক্তব্য দেন মিসেস আমেনা হক,মুন্নী বেগম,রুমা বেগম, আফছানা বেগম,মোরশেদা বেগম ও মো.মুণ্ণাফ মিয়াজী ।
সমাবেশে-প্রধান শিক্ষক বলেন, ‘শিক্ষার মান বাড়াতে, দেশের মানবসম্পদ উন্নয়নে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় স্কুলটি দিন দিন উন্নয়নের দিকে এগুচ্ছে। ৫১ বছর ধরে নারী শিক্ষা বিস্তারে সেনগাঁও উ.বি অসামান্য অবদান রাখছে। তাই এটা আপনাদের স্কুল । আপনাদের মেয়েরাই এখানে পড়ে।’
প্রধানশিক্ষক আরোও বলেন,‘শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়াতে মা দের তাদের মেয়ের প্রতি সজাগ দৃষ্টি,নিয়মিত স্কুরে যাওয়া-আসা,মোবাইল ব্যবহারের প্রতি কড়া নজর, স্বাস্থ্য পরিচর্যা,নৈতিক আচরণবোধ মেনে চলা,বাল্যবিয়ের কুফল সম্পর্কে উপস্থাপন করেন।’
সিনিয়র করেসপন্ডেন্ট
মার্চ ১ , ২০২৩
এজি