চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা র্দিবস পালন করা হয়েছে ।
সকাল ৭ টায় অনুষ্ঠিত এ দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে শহিদদের শ্রদ্ধানিবেদন, প্রভাত ফেরি জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উড্ডয়ন, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
প্রভাতফেরিটি স্কুলের উত্তর দিকে যেয়ে চানখাঁর দোকান বা বাজার, বিআইডব্লিই স্টেশন, এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও ঘোষের হাট হয়ে আবার স্কুলে এসে পৌঁছে ।
এতে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবদুল আজিজ।
অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন অভিভাবক সদস্য মো.আবাবাস মজুমদার,মামুন পাটওয়ারী,সহকারী শিক্ষক আবদুল করীম, মো.আহসান উদ্দিন ও মাও.আবদুল হান্নানসহ সব শিক্ষকগণ । উপস্থাপনা করেন শিক্ষক আবদুল গনি। ভাষা দিবসে সব আত্মত্যাগী বীরদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে ।
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২
এজি