হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৮কি.মি পূর্বদিকে সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১০ টায় দিবসটি পালন করা হয় ।
বিদ্যালয়ের কর্মসূচির মধ্যে ছিল-১ম পর্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
২য় পর্বে বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাঙ্কন, বৃক্ষরোপণ, রচনা, কুইজ প্রতিযোগিতা, আলাচনা সভা ও বিশেষ দোয়া। বঙ্গবন্ধু ও তাঁর নিহত পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
প্রধানশিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ প্রধানিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো.আব্দুল করিম ও আব্দুল গনি’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা ফাতেমা বেগম, সহকারী শিক্ষক আহসান উল্লা ও মাও.আব্দুল হান্নান ।
বিভিন্ন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে দেশের প্রখ্যাত লেখক এর বঙ্গবন্ধু ও শেখ রাসেল প্রসঙ্গে প্রকাশিত মূল্যবান বই উপহার প্রদান করা হয় ।
সিনিয়র করেসপন্ডেন্ট
চাঁদপুর টাইমস
১৫ আগস্ট ২০২২