চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রোববার সকালে শহরের ওয়ারলেস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার ব্যানারে ও সিএনজি অটোরিকশা চালকদের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে অবিলম্বে সেতুর টোল আদায় বন্ধের দাবী জানানো হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সালমান ফারসি, সদস্য সচিব নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্ল্যা, আনসারী মাহমুদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রোভার মাহমুদুল, শ্রমিক নেতা আজাদ প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থে অচিরেই চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবি জানান।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur