“ঢাকা লিগে আমার একটি-দুটি ফিফটি ধরাবাধা। এবার এখনও হয়নি, তবে করব তো বটেই। কোন দলের কপালে যে আছে আমার ঝড়!’ সংবাদকর্মীদের সঙ্গে আড্ডায় গত কয়েকদিনে বেশ কয়েকবার এই কথাটি বলেছেন মাশরাফি বিন মুর্তজা। ঠিকই তুললেন ঝড়। সেই ঝড়ে ছাড়িয়ে গেলেন নিজেকে। ছাড়িয়ে গেলেন আসলে বাংলাদেশের ক্রিকেটের সবাইকেই!
ঢাকা প্রিমিয়ার লিগে শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি।
খুনে ইনিংসটিতে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মেরেছেন ১১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিও বাংলাদেশের রেকর্ড।
এবারের লিগে তার দল ভালো করতে না পারলেও বল হাতে দারুণ ফর্মে মাশরাফি। তবে প্রত্যাশা মতো কথা বলছিল না তার ব্যাট। শনিবার এক ইনিংসেই যেন পুষিয়ে দিলেন সব।
ফতুল্লায় মাশরাফি ব্যাটিংয়ে নেমেছিলেন ছয় নম্বরে। ব্যাটিংয়ে যখন নামলেন, ইনিংসের তখন ৩৬তম ওভার। কলাবাগানের রান ৪ উইকেটে ১৬৯। রানের গতি বাড়াতেই মূলত নেমেছিলেন মাশরাফি।
তা পেরেছেন বেশ। ৪৯ তম ওভারে আউট হয়েছে, মাঝের সময়টায় চালিয়েছেন তান্ডব। ৩৫ বলে স্পর্শ করেছিলেন অর্ধশতক, ১টি চার ও ৪ ছক্কায়। পরের পঞ্চাশ ছুঁতে লেগেছে মাত্র ১৫ বল, তাতে ছক্কা আরও ৭টি!
৭৯ রান থেকে বাঁহাতি স্পিনার ওয়াহিদুল আলমের এক ওভারেই চার ছক্কা মেরে স্পর্শ করেছেন মাইলফলক।
শেষ পর্যন্ত পেসার শফিউল ইসলামের বলে মার্শাল আইয়ুবের হাতে ধরা পড়ে যখন ফিরছেন, মাশরাফির নামের পাশে ৫১ বলে ১০৪!
লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে ৭বার অর্ধশতক স্পর্শ করেছিলেন মাশরাফি। সর্বোচ্চ ছিল ৬৯, গতবছরের এপ্রিলে বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে এই ফতুল্লাতেই।
৫০ ওভারে কলাবাগান তুলেছে ৭ উইকেটে ৩১৬।(বিডিনিউজ)
ন্ডিউজ ডেস্ক : আপডেট ২:০০ পিএম, ১৪ মে ২০১৬, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur