নিখোঁজ হওয়ার তিন দিন পর মরুভূমি থেকে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁকে সেজদারত অবস্থায় পাওয়া যায়। সেজদারত অবস্থায়ই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের রবিবার সৌদি আরবের রিয়াদ প্রদেশে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ধুওয়াইহি হামুদ আল আজালিন (৪০) নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর টানা তিন দিন তাঁর সন্ধান করা হয়। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না তাঁকে।
অবশেষে রবিবার সকালে এক মরুর বালিয়াড়িতে তাঁর সন্ধান পাওয়া যায়। সেজদারত অবস্থায় মৃত হামুদ আল আজালিনকে উদ্ধার করা হয় মরুভূমি থেকে। তবে কিভাবে মারা গেলেন তা কেউ বলতে পারছেন না।
নিখোঁজ আল আজালিন তাঁর পিকআপসহ নিখোঁজ হয়েছিলেন। কোথাও তাঁকে না পেয়ে পুলিশ সদস্যরা মরুভূমিতে অভিযান চালান। একপর্যায়ে তাঁকে বালুর ভেতর সেজদারত অবস্থায় মৃত হিসেবে দেখতে পায় পুলিশ।
মরদেহের পাশেই কয়েক মিটার দূরে দাঁড়ানো তাঁর গাড়ি। তাতে ছিল কিছু কাঠ, লাকড়ি। ধারণা করা হয়, এসব তিনি পরিবারের জন্য সংগ্রহ করেছিলেন। সূত্র : মিডিলইস্ট মনিটর।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur