বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভাইরাসটির সংক্রমণ থেকে নিরাপদ থাকতে কার্যত লকডাউনে রয়েছে গোটা বিশ্ব। এ পর্যন্ত আমাদের দেশে ও করোনায় আক্রান্ত রোগি ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনায় মৃতের শরীর থেকে ভাইরাসটি ছড়ায় না মর্মে জানানো হলেও আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। এ আতঙ্ক থেকেই দেশে করোনায় মৃত কয়েকটি জানাজায় অংশ গ্রহণ করেননি স্বজনরা। এমন পরিস্থিতিতে শরীয়াহ মোতাবেক জানাজা ও দাফন সম্পন্ন করতে এগিয়ে এসেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখা করোনায় মৃত মানুষের কাফন দাফনের জন্য গঠন করেছে করোনা সেচ্ছাসেবী টিম মতলব উত্তর।
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামে ১৬ এপ্রিল বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক রিপনের লাশের জানাজা ও দাফন কাজের সেবাদানের মধ্যদিয়ে শুরু হয় তাদের কার্যক্রম।
জানা যায়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া উপজেলার শিকারীকান্দি গ্রামের রিপন নামে একজনের লাশকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের সেচ্ছাসেবী টিমকে ফোন করা হলে তাদের সেচ্ছাসেবী টিম আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার শাখার কমিটি তারা মারা যাওয়া যুবকের বাড়িতে উপস্থিত হন এবং লাশ প্যাকেটিং করে দাফনকার্য সম্পন্ন করেন। মতলব উত্তর উপজেলায় কোন মৃতদেহ করোনার সংক্রমনের আশংকায় কেউ দাফন করতে সমস্যায় পড়লে তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা শাখা করোনায় মৃত মানুষের কাফন দাফনের জন্য গঠিত কমিটিতে সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব সফিকুল ইসলাম, সেক্রেটারী হাবিবুর রহমান সার্বিক তত্ত্ববধানে থাকবে।
প্রতিবেদক:কামাল হোসেন খান,২২ এপ্রিল ২০২০