রাজনীতি

‘সেক্স নিয়ে কথা বলাতে আওয়ামী লীগের নেত্রীকে বহিস্কার’

ফেসবুক স্ট্যাটাসে আপত্তিকর ক্তহা বলায় আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলিকে । এর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে আপত্তিকর কথা লিখেন আওয়ামী লীগের এই নেত্রী।

রাজনীতি বুঝুক না বুঝুক, সেক্সনীতি বুঝলেই বাপের বয়সী সাধারণ সম্পাদকের কোলে বসে ফুরতি করাটাই রাজনীতিতে পদবী পাওয়ার কাজ দেবে! শিক্ষিত না হলে দোষ নাই, একাধিক নেতা আর ব্যবসায়ীদের শারীরিক সুখ দিতে পারলেই পদবী পাওয়া যাবে!

তিনি আরো লিখেছিলেন, মঞ্চে দাঁড়িয়ে দুই চারটা রাজনৈতিক ভালো কথা বলতে না পারলেও হোটেলে গিয়ে বাচ্চাদের ভঙ্গিমায় প্রেমালাপ পারলেই রাজনীতি হবে! স্বামীর রোজগারে ঠিকমত বাসাভাড়া আসবে না, কিন্তু জীবন যাপনের স্টাইল লাখ টাকার বাজেটে করতে পারাটাই রাজনৈতিক স্বার্থকতা তাদের জন্যে!…’

এই ব্যাপারে ফারহানা মিলির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন ,’ আমাকে কেন বহিস্কার করবে? আমি নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে আসছি। আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কিছু লেখেননি, লিখেছি স্থানীয় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিয়ে।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪৫ এ.এম ৬মার্চ,২০১৮ মঙ্গলবার
এএস.

Share