সেক্টর কমান্ডারস ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলন আগামী শনিবার। ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর নৃশংস ‘বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই’–এ স্লোগান সামনে রেখে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন হবে। এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন।
সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মো.নূরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আলোচক হিসেবে থাকছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও সংগঠনের সহসভাপতি ম হামিদ ও মহাসচিব হারুন হাবীব।
সম্মেলনের দ্বিতীয় পর্বে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়সহ সংগঠনের পরবর্তী লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করা হবে। ঢাকাসহ দেশের সব জেলা থেকে সংগঠনের নেতারা এতে অংশ নেবেন।
২১ সেপ্টেম্বর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur