শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজের ৩ জন অভিভাবক সদস্য ও একজন হিতৈষী সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান শাহরাস্তির ঐতিহ্যবাহী সূচিপাড়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন। নির্বাচনে ৬জন প্রার্থী তাদের অভিভাবক সদস্য ফরম সংগ্রহ করেন।
এতে যাচাই-বাছাই এ ১জন অভিভাবক সদস্যের সদস্য ফরম বাতিল হয়, অন্য ২সদস্য প্রার্থী তার অভিভাবক সদস্য পদ নির্বাচন থেকে প্রত্যাহার করে নেন,
এতে ৩জন অভিভাবক প্রার্থী নির্বাচিত হন। কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে মোঃ আলী হোসেন মন্টু, মোঃ আলী আকবর বেপারী ও মোঃ মনির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচিত হন, এবং হিতৈষী সদস্য হিসাবে জালাল আহমেদ ভূইয়া খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কলেজ অধ্যক্ষের কার্যালয় সুত্রে জানা যায়,১৪ জুন শনিবার অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় কলেজ শিক্ষক কর্মচারী পরিষদ ও এলাকাবাসী নবনির্বাচিত অভিভাবক সদস্যদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
নির্বাচিত অভিভাবক সদস্য মোহাম্মদ আলী হোসেন মন্টু জানান কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
আমি আশা করি, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, শিক্ষা গুণগতমান, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।
এ বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু কলেজের মানসম্মত শিক্ষা ও সুনাম রক্ষার্থে নিজ এলাকা থেকে সভাপতি নির্বাচিত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানান।
উপজেলার দূরদূরান্ত থেকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলে এটি বিতর্কিত সৃষ্টি হয়। এতে কলেজের শিক্ষার মান ও সুনাম নষ্ট হয়। তাই আশা করি কলেজের শিক্ষার মান ধরে রাখতে এবং কলেজের সুনাম রক্ষার্থে এলাকা থেকে সভাপতি নির্বাচিত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সু-দৃষ্টি কামনা করছি।
শাহরাস্তি প্রতিনিধি,১৫ জুন ২০২৫