শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের দফাদার নাসির উদ্দিন নসু (৬৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।তিনি দীর্ঘদিন সূচীপাড়া উত্তর ইউনিয়নের দফাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাড়াইরপাড়া চৌকিদার বাড়ি মোঃ নাসির উদ্দিন (নসু)।
৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন উনাকে চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নাসুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান
নসুর মৃত্যুতে দু’বারের নির্বাচিত সূচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার নসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টা মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ৪ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur