চাঁদপুর

‘সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হতে হবে’

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী বলেছেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে সুযোগ্য নাগরিক হতে হবে। শিক্ষায় নয়, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের আদর্শ নাগরিক হতে হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন সবাই পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের মান ধরে রাখলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এ দেশটি এভাবে স্বাধীন হয়নি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের দেশের জন্য কাজ করতে হবে।’

হাসানআলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সকালের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি,রহিম বাদশা ও কাউন্সিলর ফরিদা ইলিয়াস। সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার।

পরে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যােিনজিং কমিটির সদস্য অধ্যাপক মোশারফ হোসেন লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি বলেন, ‘পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে শারীরিক গঠন ও মস্তিস্ক ভালো থাকে। শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে খেলাধুলার প্রয়োজন। দেশে বিভিন্ন অপশক্তি মাথাচাড়া দিচ্ছে। অপশক্তির কোনো ধর্ম নেই। আপনারা আপনাদের শিশুদের প্রতি দায়িত্ব নেন। ছেলে-মেয়েদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানান। তাদেরকে এখন থেকেই সচেতন করে তুলুন। শিশুদের পড়াশুনা নিয়ে বেশি চাপ দিবেন না। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। তাহলে তারা এগিয়ে যেতে পারবে।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কবির উদ্দিন আহমেদ, ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্যাহ অলি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান ও কাউন্সিলর নাছির চোকদার।

প্রতিবেদক-শরীফুল ইসলাম
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ১৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Share