মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। প্রায় দুই মাস পর ভারতের মুম্বাই থেকে শুক্রবার দেশের ফিরেছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন আগের চাইতে ভাল। দেশে ফিরেই সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বীকৃতি।
তিনি বলেন, ‘সঙ্গীতাঙ্গনের মানুষজন যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি কৃতজ্ঞ সবার কাছে। অনেক সিনিয়র শিল্পীরা আমাকে সাহস দিয়েছেন। সবার ভালবাসা আমি কোনোদিন ভুলবো না। সবার কাছে দোয়া চাই যেন আমি এই মরণব্যাধি ক্যান্সারকে জয় করে পুরোপুরি সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারি।’
চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্লাড ক্যানসার ধরা পড়ে স্বীকৃতির। কিছুদিন দেশে চিকিৎসা নেওয়ার পরই তিনি চিকিৎসার জন্য মুম্বাই যান। সেখানে এস এল রাহেজা হাসপাতালে এতদিন চিকিৎসা নিয়েছেন। সেখানে কয়েক দফা কেমো দেওয়া হয়েছে তাকে। যার ফলে স্বীকৃতির শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে।
নিউজ ডেস্ক ||আপডেট: ০৭:৪৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur