Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ইঞ্জি. জসীম উদ্দীন প্রধানের সুস্থতা কামনায় দোয়া
সুস্থতা

কচুয়ায় ইঞ্জি. জসীম উদ্দীন প্রধানের সুস্থতা কামনায় দোয়া

জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ইঞ্জি. জসিম উদ্দীন প্রধানের সুস্থ্যতায় কচুয়ার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সাচার দক্ষিন বাজার জামে মসজিদ,মালিগাঁও জামে মসজিদ,ফতেবাপুর বেপারী বাড়ি জামে মসজিদ,চশই জামে মসজিদ,রড়দৈল জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। একই দিনে শুয়ারুল ঐতিহ্যাসিক ইছালে ছাওয়াব মাহফিলে ইঞ্জি. জসীম উদ্দীন প্রধানের দ্রুত শারীরিক সুস্থ্যতা কামনায় দোয়া চাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জি. জসীম উদ্দীন প্রধানের ব্যক্তিগত সহকারী মো. জামাল হোসেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ মার্চ ২০২২