Home / উপজেলা সংবাদ / সুষ্ঠু নির্বাচনের আশায় মৈশাদীর ভোটাররা : ভিডিও প্রতিবেদন
সুষ্ঠু নির্বাচনের আশায় মৈশাদীর ভোটাররা : ভিডিও প্রতিবেদন

সুষ্ঠু নির্বাচনের আশায় মৈশাদীর ভোটাররা : ভিডিও প্রতিবেদন

চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার বৃহত্তম জনপদ হলো ৬নং মৈশাদী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ এ ইউনিয়ন বিভিন্ন ধরনের হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

এ ইউনিয়নের মোট আয়তন-২,৮৪৩ (একর), ২টি গ্রাম নিয়ে গঠিত এর মোট জনসংখ্যা ২৪ হাজার ৩শ’ ৪৫, চাঁদপুর শহর থেকে সড়ক রেল পথ, নৌ পথ  নিয়ে এর যোগাযোগ মাধ্যম উন্নত। তবে এ ইউনিয়নের অভ্যন্তরীণ রাস্তাগুলো এখনো ছোঁয়া পায়নি ডিজিটালের।

চলমান ইউপি নির্বাচন নিয়ে চাঁদপুর টাইমস-এর ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে চাঁদপুর শহর ঘেঁষা সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের নিয়ে ‘নির্বাচনী হাওয়া’।

আজকের আয়োজনে আমরা তুলে ধরছি এ ইউনিয়নের সাধারণ ভোটার ও চেয়ারম্যান প্রার্থীদের ভাবনা এবং প্রত্যাশার চিত্র।

এ ইউনিয়নের সকল প্রার্থীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান ও টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান খান (বাবুল) বিভিন্ন অজুহাতে কথা বলতে রাজি হননি।

তবে এ আয়োজনে মৈশাদী ইউনিয়নের ৪ প্রার্থীর মধ্যে অন্য দু’জন প্রার্থী কথা বলেছেন চাঁদপুর টাইমস-এর সাথে। এদের একজন (বর্তমান চেয়ারম্যান) আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ সালেহ। অন্যজন ধানের শীষ প্রতিকের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান (মানিক)।

আগামী ৩১ মার্চ চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ১১ হাজার ৫’শ ৭৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে এ ইউনিয়নের ১ জন নতুন প্রতিনিধি নির্ধারণ করবেন। যিনি সুখে-দুখে, বিপদে-আপদে জনগনের প্রত্যাশা পূরণে সকলের পাশে থাকবেন। এমনটি জানিয়েছেন এখানকার সাধারণ ভোটাররা।

বিস্তারিত দেখুন

আপডেট ০১:২০ এএম, ১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ