Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়’
সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়

‘সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়’

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এমএহান্নান বলেছেন, সু-শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। জাতিকে উন্নতির শিখরে নিতে হলে আগে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে হবে। বর্তমানে সারাদেশে কিন্ডারগার্টেন গুলো শিশু শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (১৫ এপ্রিল) চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের নিউ ফাইট আর্দশ কিন্ডার গার্টেনের-২০১৬ সনের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মখলেচুর রহমান সেলিমের সভাপতিত্বে ও মোশারফ কিবর এবং আল মামুনের যৌথ উপস্থাপনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রহিত-উল ইসলাম (প্রিন্স), বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজু, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা আরিফ পাটওয়ারী, পৌরসভার কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী, মাসুদ, জামাল, জহির প্রমুখ।

পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২৫ এএম, ১৬ এপ্রিল ২০১৭, রোববার
এইউ

Leave a Reply