স্কুলশিক্ষক আলী আহম্মেদের পালিত সুলতানের (ষাঁড়) দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। এবারের কুরবানির ঈদে সুলতান বিক্রি করে দেবেন এই স্কুলশিক্ষক।
প্রায় ৮শ কেজি ওজনের সুলতানকে লালন পালন করেছেন স্কুলশিক্ষক আলী আহম্মেদ ও তার পরিবার।
কুচকুচে কালো রংয়ের দেশীয় খাবার আর দেশি ঘাস খাইয়ে বড় করা সুলতান যে দেখবে তারই চোখের নজর কেড়ে নেবে।
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা হাওলাদার বাড়িতে তথা ডাকাতিয়া নদীর পাড়ে বেড়ে উঠা সুলতান কুরবানির উপযুক্ততা পেয়েছে একেবারে গ্রামীণ পরিবেশে। সুলতানকে দেখতে প্রতিদিনই বহু মানুষ আসছেন, দাম হাঁকাচ্ছেন।
স্টাফ করেসপন্ডেট, ৪ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur