চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক মাসের ২৭তম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুরধ্বনী সংগীত একাডেমীর শিল্পীরা। রোববার সন্ধায় অনুষ্ঠান শুরুর পূর্বে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক।
সাংস্কৃতিক মাসের সাংস্কৃতি পরিষদের সদস্য সচিব হারুন আল রশীদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে রাখেন, কবি ও লেখক ডা. পীযূষ কন্তি বড়–য়া, গীটার শিল্পী দীপক ভট্টাচার্য, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সহ-সভাপতি মুক্তা পীযূষ।
পরে সরিধ্বনী সংগীত একাডেমির অধ্যক্ষ অনিতা কর্মকারের পরিচালনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করে অনিতা কর্মকারসহ অন্যান্য শিল্পীরা।
]শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur