শাহরাস্তির সুয়াপাড়া বড়বাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল উল ফিতরের বিশাল জামায়েত অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহ সুয়াপাড়া বড়বাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল উল ফিতরের এ জামায়েত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের জামাত পরিচালনা করেন আলহাজ্ব আল্লামা হাফেজ মেজবাহুল ইসলাম লতিফী সাহেব।
ঈদুল ফিতরের জামায়েতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান মিন্টু। তিনি তার বক্তব্য সুয়াপাড়া বড়বাডী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও ঈদগাহ উন্নয়নের লক্ষ্যে বক্তব্য রাখেন।
ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সুয়াপাড়া বড়বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মোতয়াল্লী মোঃ মাহবুব আলম পাটোয়ারী, প্যানেল মেয়র মোঃ শাহাবউদ্দিন আলম, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম মজুমদার, সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাসান আহমেদ কল্লাল, বাগেরহাট প্রকৌশলী কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিয়াউল হক, সাবেক কাউন্সিলর মোঃ আবুল খায়ের। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন পাটোয়ারী, মোঃ শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ। পবিত্র ঈদুল ফিতরের জামায়েত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। এরপর মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক চেয়ারম্যান ও শাহরাস্তি পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম মুকবুল আহমেদের কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আল্লামা হাফেজ মেজবাহুল ইসলাম লতিফী সাহেব। উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জামাল হোসেন, ১২ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur