সামাজিক নানা উন্নয়ন মূলক কাজে সব সময়ই অংশগ্রহন করেন অনন্ত জলিল। বিপদ আপদে তাকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় প্রায়ই। এবার প্রচেষ্টা ফাউন্ডেশন আয়োজিত ‘প্রচেষ্টা ঈদ উৎসব ২০১৮’ অনুষ্ঠানে যোগ দিবেন অনন্ত বর্ষা।
শুক্রবার (১ জুন) ধানমন্ডি ভিক্টোরিয়া কনভেনশন হলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করবেন ঢালিউড তারকা অনন্ত জলিল ও বর্ষা।
অনন্ত জলিল বলেন, ‘ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু শিক্ষা কেন্দ্র তথা স্কুলও করেছে। বর্তমানে এ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৮০ জন। তাদের আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে বর্ষাও থাকবে।’
এ অনুষ্ঠানে নাগরিক টিভির প্রধান পরিচালক কর্মকর্তা আব্দুন নূর তুষার ও সংগীতশিল্পী তানজীব সারোয়ারসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur