জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুপুরের খাবার খেল ৫ শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার শিক্ষার্থী।
১৭ মার্চ
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ফুলছোঁয়া মাদরাসা, রাজাপুরা মাদরাসা, পূর্ব রাজারগাঁও মাদরাসা, তারাপাল্লা মাদরাসা এবং পথ শিশুদের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত আনন্দ স্কুল।
প্রভাত আনন্দ স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী মহিন বলেন, আমরা একঝাঁক শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৪ বছর ধরে পরিচালনা করে আসছি। এখানে রেল লাইনের পাশে থাকা ও পথ শিশুদের পড়ানো হয়। চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে ১১ জন শিশুকে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও ব্যবস্থা করে দিয়েছি। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩১ জন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে আমরা আনন্দিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর কর্মসূচির অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
প্রতিবেদক : মনিরুজ্জামান বাবলু, ১৭ মার্চ ২০২০