সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা ও ফারুক আহমেদ খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন।

এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াছিন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মোল্লা, যুবদলের আহ্বায়ক মো. এমরান হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস মিজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মিয়াজী, শ্রমিক দলের আহ্বায়ক মাহফুজ পাটোয়ারী, সদস্য সচিব মাহবুব আলম, স্বেচ্ছাসেবক দলের জাহিদ ভূঁইয়া ও শরীফ সর্দার, কৃষক দলের সভাপতি মো. সালাউদ্দিন ও ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “বর্তমান সরকারের ফ্যাসিবাদী শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য জনগণের অধিকার রক্ষা।”

তারা আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক আলহাজ্ব এম এ হান্নান দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতীতের কোনো এমপি ফরিদগঞ্জের এমন উন্নয়ন করেননি। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এম এ হান্নানকেই মনোনয়ন দেবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৪ জুলাই ২০২৫