Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সুবিদপুরে সমাজসেবক ফারুক মোল্লার শীতবস্ত্র বিতরণ
সুবিদপুরে

সুবিদপুরে সমাজসেবক ফারুক মোল্লার শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা রিপনের নিজস্ব অর্থায়নে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের বড়গাঁও মাঠে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন , যুগ্ম আহবায়ক ফজলুর রহমান , দাম্মাম প্রাদীশিক বিএনপির সহ-সভাপতি সুমন তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক আশ্রাফ খান, উপজেলা বিএনপির সদস্য হানিফ মুন্সি, মাহবুব মোরশেদ কচি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল ইসলাম কাজী, নয়ন মিয়া, আব্দুর রহিম, জসিমউদদীন, নুরে আলম পাটোয়ারী কিরন, জামাল হোসেন, আরিফ হোসেন, যুবদলের নেতা মাহাবুবুল বাশার, দেওয়ান খোরশেদ প্রমুখ।

উল্লেখ্য প্রতিবছরের ন্যায়ে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা রিপনের নিজস্ব অর্থায়নে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তবে এ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কো-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আরো বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানান।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৩ ডিসেম্বর ২০২৪