চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক : আপডেট : ০৯:৩৯ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে প্রথমবারের মতো দু’জন নারী সহকারী রেজিস্ট্রার নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়া দুই বিচারক হলেন- ফারজানা ইয়াসমিন ও মেহনাজ সিদ্দিকী।
বিচার বিভাগের ইতিহাসে নতুন রেকর্ডে নাম লেখানো দুই বিচারককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দু’জনই ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উৎপল চৌধুরী স্বাক্ষরিত জনস্বার্থে জারি করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এ পদে কোনো নারী কর্মকর্তা কাজ করেননি বলে সুপ্রীম কোর্ট সূত্রে জানা গেছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, ‘সুপ্রীম কোর্টের অভিপ্রায় অনুযায়ী’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সহকারী রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত কর্মকর্তাদের সুপ্রীম কোর্টের নির্ধারিত তারিখ অনুযায়ী অবিলম্বে যোগদানের অনুরোধ জানানো হয়েছে। তবে নতুন কর্মস্থলে যোগদানের আগে বর্তমান পদের কার্যভার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়ার কথাও উল্লেখ রয়েছে আদেশে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি