আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,‘থেমিসের যে মূর্তি সরানো হয়েছে,তা আসল নয়। এটি একটি বিকৃত মূর্তি। আমি মনে করি এটি কোনো মূর্তিই না। বরং সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে এ মূর্তি সরিয়ে সব ধর্মকে সম্মান করা হয়েছে।’ ঢাকার সিডরাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রসঙ্গত,ডিসেম্বরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের মূর্তির আদলে স্থাপন করা হয়েছিল একটি ভাস্কর্য। এটি স্থাপনের পর থেকেই তা অপসারণের দাবিতে হেফাজতে ইসলামীসহ বেশ ক’ টি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলনে নামে।
বৃহস্পতিবার (২৫ মে) মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি থেকে অপসারণ হয়। ভাস্কর্য সরানোর কয়েক ঘণ্টা পর রাজধানীতে একটি শোকরানা মিছিল বের করে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।
মিছিল শেষে দেশে স্থাপিত সব ভাস্কর্যকে ‘মুর্তি’আখ্যা দিয়ে সেগুলোতে অপসারণের দাবি জানায় ধর্মভিত্তিক সংগঠনটির নেতারা।
১০ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের বৈঠকেও ভাস্কর্য সরানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেদিন প্রধানমন্ত্রী জানান,তিনি ব্যক্তিগতভাবে এ ভাস্কর্য সেখানে থাকা উচিত মনে করেন না ।
নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ২:৩৬ পিএম,২৭ মে ২০১৭,সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur