Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘সুন্দর সমাজ বির্নিমাণে সুশিক্ষিত নাগরিকদের বিকল্প নেই’
সমাজ

‘সুন্দর সমাজ বির্নিমাণে সুশিক্ষিত নাগরিকদের বিকল্প নেই’

‘যদি তুমি স্বল্পতম সময়ে ফল লাভ করতে চাও, তাহলে মওসুমী ফসলের চাষ করো; তবে তুমি ফসল পাবে একবার মাত্র, আর যদি তুমি দশ বছর ধরে ফল পেতে চাও, তাহলে চাষ করো ফলদার বৃক্ষের। আর তুমি যদি শতাব্দীকাল ধরে ফল পেতে চাও তাহলে মানুষের চাষ কর।’ এখানে মানুষের চাষ বলতে মানুষের পরিচর্যার কথা বলা হয়েছে। একটি সুন্দর সমাজ বির্নিমানের জন্য, একটি সভ্য, উন্নত, মার্জিত জাতি গঠনের পূর্ব শর্ত হলো সে জাতিকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সে জাতির মননে- লালনে- চিন্তায় সুশিক্ষার বীজ বপন করে দিতে হবে। এর বিকল্প নেই। আর সেই কাজটি আড়াই দশক ধরে করে যাচ্ছে আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন। আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশনের শুরু থেকে ফরিদগঞ্জ উপজেলায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষাখাতেই নয় স্বাস্থ্য, সামাজিক এবং খেলাধুলা নিয়েও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদেরকে পাশে রেখে আরো সুন্দর সুন্দর কাজ করে যাবো ইনশাআল্লাহ।’ ইসলামী সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী। এ সময় তিনি আরো বলেন-‘শুধু ইসলামী সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতাই নয়, অন্যান্য প্রতিযোগিতাও হবে যদি সবাই চায়। যেমন বই পড়া কর্মসূচি হতে পারে, চিত্রাংকন , সংগীত, আবৃত্তি, বিতর্ক এসব প্রতিযোগিতাও হবে ইনশাআল্লাহ।’
১৮ মে শনিবার সকালে আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’র পুরস্কার প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইফা পাঠাগারের সভাপতি মকবুল আহমেদ বিএসসি।

ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন’র প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা এনজিও ফেডারেশনের সভাপতি রেজ্জাকুল হায়দার খোকন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। সভাপতি মকবুল আহমেদ বিএসসির স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র উপদেষ্টা ও সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, বিশিষ্ট রাজনৈতিক নজরুল ইসলাম নজু, খালেক পাটওয়ারী, মাহাবুবুল আলম বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম পাপক, মাহাবুবুর রহমান মফু, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।

প্রতিবছরের ন্যায় এবারও আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। তবে এবার ব্যাপ্তি ছোট করে রমযান মাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় ফরিদগঞ্জ পৌর সভার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশতাধীক প্রতিযোগী অংশ গ্রহণ করে। কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তি বিষয়ের উপর মোট ১১টি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় বিকাল সাড়ে ৩টায়। এই প্রতিযোগিতায় প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ২৩ মার্চ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিযোগীরা উৎসবমূখর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী ইয়াছিন পাটওয়ারী। আলোচনার মাঝে মাঝে বিজয়ী প্রতিযোগীরা আবৃত্তি এবং হামদ ও নাত পরিবেশন করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ৪৫ জন বিজয়ীকে সনদ, নগদ টাকা এবং একটি শুভেচ্ছ গিফট প্রদান করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ মে ২০২৪