Home / বিশেষ সংবাদ / ১৪ ফেব্রুয়ারি পালিত হবে সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি পালিত হবে সুন্দরবন দিবস

১৪ ফেব্রুয়ারি পালিত হবে সুন্দরবন দিবস

বিশ্বঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র সংরণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ১৪ ফেব্রুয়ারি খুলনায় উদযাপন করা হবে ‘সুন্দরবন দিবস’ ২০১৭।

এ উপলক্ষে বন বিভাগ ও সুন্দরবন একাডেমির যৌথ আয়োজনে এবং খুলনা বিশ্ববিদ্যালয়, উইনরক ইন্টারন্যাশনাল, ওয়াইল্ডটীম, খুলনা প্রেসক্লাব, টোয়াস, সিসিইসি ও রূপান্তর এর যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জীববৈচিত্র্যে ভরা সুন্দরবন, করবো মোরা সংরক্ষণ’ শীর্ষক চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ।

সকাল সাড়ে ৯টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠেয় সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ মিজানুর রহমান এমপি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং কেসিসি মেয়র মো. মনিরুজ্জামান।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply