Home / জাতীয় / অর্থনীতি / সুদের হার কমলো কৃষিঋণে
Jal-Taka-1

সুদের হার কমলো কৃষিঋণে

অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় নিয়ে কৃষি ও পল্লী ঋণের সুদহারের কমানো হয়েছে। এখন থেকে তফসিলি ব্যাংকগুলো কৃষি-পল্লী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ নিতে পারবে ১০ শতাংশ।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে পুনর্নির্ধারিত সুদহারের সীমার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমানত ও ঋণের সুদহার এ নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হার এর ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এ সুদের হার কার্যকর করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ২১ ডিসেম্বর এক সার্কুলারে কৃষি ও পল্লীঋণের সুদহারের উর্ধ্বসীমা ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।(বাংলামেইল)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:৫১ পিএম, ১৫ জুন ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply