বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষে চাঁদপুরের প্রবীণ রাজনীতিবিদ অসুস্থ নূরুল হক বাচ্চু মিয়াজীকে হাসপাতালে দেখতে গেলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) দুুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তৃতীয় তলার মুক্তিযোদ্ধা কেবিনে তার শয্যা পাশে গিয়ে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযুদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক গন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল মিয়াজী, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান তুহিন, ফয়সাল মিয়াজী ও মহসীন মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সুজিত রায় নন্দী বাচ্চু মিয়াজীর আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, অনূরুল হক বাচ্চু মিয়াজী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এবং চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur