হাইমচর

সুজিত রায় নন্দীর অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার।

শনিবার (৭ জানুয়ারি) সকাল১১টায় হাইমচর উপজেলা প্রতিবন্ধি কল্যান সংঘে কার্যালয়ে অসহায় প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা প্রতিবন্ধি কল্যান সংঘের সভাপতি আঃ ছোবাহান ভ’ইয়া, সাধারন সম্পাদক অজয় কৃঞ্চ মজুমদার, উপজেলা প্রতিবন্ধি কল্যান সংঘে সদস্য শিখা রাণীসহ প্রতিবন্ধি কল্যান সংঘের নেতৃবৃন্দ।

এদিকে, মধ্যচরে বসবাসরত অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে ঢাকাস্থ সেবা সূর্যদয় সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

হাইমচর উপজেলার শোলকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণপূর্বক আলোচনা সভায় সংগঠনের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম স¤্রাটের পরিচালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সংগঠনের সদস্য শাকিল আহমেদ, জাফর আহমেদ রাজ।

আলোচনা শেষে ঢাকাস্থ সেবা সূর্যদয় সংগঠনের উদ্যোগে ২শ’২০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share