Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / সুজাতপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যেগে দোয়া
ব্যবসায়ীদের

সুজাতপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যেগে দোয়া

মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ড ও বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার নির্মিত্তে ব্যবসায়ীদের উদ্যেগে খাজমে খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুজাতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ আয়োজন করে বাজার বণিক সমিতি। সকল ব্যবসায়ীদের সহযোগিতায় মিলাদ আয়োজন করা হয়।

মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান।

খাজমে খতম পরিচালনা করেন মাওলানা মুফতী যাইনুল আবেদীন ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মুফতী রবিউল ইসলাম। ৪৫ জন ইমামের অংশগ্রহণে এ মিলাদ আয়োজন করা হয়। সুজাতপুর বাজারে অগ্নিকাণ্ড ও সবধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে। এছাড়াও কবরবাসীর আত্মার শান্তি ও দুনিয়ার সকল মানুষের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় বাজারের ব্যবসায়ী, আগত অতিথিবৃন্দ ও মুসল্লিগণ মিলাদ শরীফে অংশগ্রহণ করেন।

আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ওছমান গনি সরকার, কোষাধ্যক্ষ আঃ সালাম, প্রচার সম্পাদক আল-আমিন মোল্লা, হিসাব নিরক্ষক মোঃ মামুন, সদস্য মোফাজ্জল হোসেন, মোঃ সুজন সহ বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির মূল চাকা। ব্যবসায়ীদের প্রচেষ্টায় দেশের অর্থনীতি সমৃদ্ধি হয়। এই ব্যবসায়ীদের সুখে দুঃখে খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। আজকে যে মিলাদ আয়োজন করা হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করি।

তিনি আরও বলেন, সুজাতপুর বাজার উন্নয়নে উপজেলা পরিষদের মাধ্যমে সরকারি বরাদ্দ থেকে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও ব্যবসায়ী ও বাজার উন্নয়নে আরো বরাদ্দ দেওয়া হবে এবং সবসময় উপজেলা পরিষদ আপনাদের পাশে থাকবে।

নিজস্ব প্রতিবেদক, ১৭ সেপ্টেম্বর ২০২২